
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। এবার আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তারা ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে না। আয়োজক দেশ নিয়ে তৈরি হওয়া এই অনিশ্চয়তায় চাপ বাড়ছে ভারত ও আইসিসির ওপর।
আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের স্পষ্ট আশ্বাস দিয়েছে যে আয়ারল্যান্ডের নির্ধারিত ম্যাচগুলো শ্রীলঙ্কা থেকেই সরানো হবে না। ফলে সূচি বা ভেন্যু পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।
সংবাদমাধ্যমকে আয়ারল্যান্ড বোর্ডের এক কর্মকর্তা বলেন, বিশ্বকাপে গ্রুপ পর্বের সব ম্যাচ শ্রীলঙ্কাতেই অনুষ্ঠিত হবে এবং এই সিদ্ধান্ত চূড়ান্ত। বর্তমানে আয়ারল্যান্ড রয়েছে ‘গ্রুপ সি’-তে, যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান।
অন্যদিকে বাংলাদেশ রয়েছে ‘গ্রুপ বি’-তে। এই গ্রুপের ম্যাচগুলো হওয়ার কথা ভারতের কলকাতা ও মুম্বাইয়ে। তবে চলমান পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারত সফরে যেতে অনাগ্রহ প্রকাশ করেছে। এ সংকট সমাধানে বিসিবি আইসিসির কাছে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব দেয়।
শনিবার ঢাকায় আইসিসি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বিসিবি জানায়, লজিস্টিক জটিলতা কমাতে বাংলাদেশকে অন্য গ্রুপে নেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। তবে আয়ারল্যান্ড তাদের অবস্থানে অনড় থাকায় এবং আইসিসির কাছ থেকে নিশ্চয়তা পাওয়ায় এই প্রস্তাব বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বৈঠকে বিসিবি সভাপতি মো. আমিনুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইসিসির পক্ষে অ্যান্ড্রু এফগ্রেভ সরাসরি এবং গৌরব সাক্সেনা অনলাইনে অংশ নেন। বৈঠক শেষে বিসিবি জানায়, পরিস্থিতি মোকাবিলায় গঠনমূলক আলোচনা অব্যাহত রাখার বিষয়ে সবাই একমত হয়েছেন।




























