
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: জনপ্রিয় ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, ধৈর্যশীল ব্যক্তিদের আল্লাহ ভালোবাসেন এবং যেকোনো সংকটে ধৈর্য ধারণ করাই উত্তম পথ। তিনি বলেন, ইসলামবিরোধী মতাদর্শ কখনোই টিকে থাকতে পারে না, ইসলাম চিরকাল থাকবে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে আয়োজিত এক তাফসিরুল কোরআন মাহফিলে তিনি এসব কথা বলেন। মাহফিলটি আয়োজন করেছিল স্থানীয় এক ইসলামিক সংগঠন।
আজহারী বলেন, আলেমদের বিরুদ্ধে অবস্থান নেবেন না। যারা সত্য ও ধর্মের কথা বলে, তারা কোনো অপরাধী নয়। ইসলাম ও কুরআনের বার্তা প্রচার করাই তাদের দায়িত্ব।
তিনি আরও বলেন, ধৈর্য এমন এক গাছ, যার ফল সুমিষ্ট। যারা ধৈর্য ধারণ করে, তারা সফলতার স্বাদ পায়। ঈমানই হচ্ছে আসল সফলতার মাপকাঠি।
মাহফিলে অন্যান্য বক্তারা ইসলাম ও নৈতিকতার বিষয়ে আলোচনা করেন। উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্ব।