
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে রাজনৈতিক পরিবেশ শক্তিশালী করতে ২৯ মিলিয়ন ডলার অর্থায়নের বিষয়টি নিয়ে নতুন করে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট। তিনি এই অর্থায়নকে বাংলাদেশের রাজনৈতিক পরিসরকে আরও শক্তিশালী করার উদ্দেশ্যে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন, এবং এই সহায়তার মাধ্যমে কট্টর বামপন্থী কমিউনিস্টদের ভোট বৃদ্ধির প্রচেষ্টা চলছে।
২২ ফেব্রুয়ারি, মেরিল্যান্ডের সিপিএসি সম্মেলনে ট্রাম্প বলেন, “বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার পাঠানো হয়েছে, যা মূলত সেখানে রাজনৈতিক পরিবেশ শক্তিশালী করতে এবং তাদের কমিউনিস্টদের ভোট ব্যাংক তৈরি করতে সহায়তা প্রদান করবে।” তার এই মন্তব্যটি মার্কিন সংবাদমাধ্যম দ্য টাইমসও প্রকাশ করেছে।
প্রথমবার ১৫ ফেব্রুয়ারি ট্রাম্পের উপদেষ্টা ইলন মাস্কের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতাবিষয়ক বিভাগ (ডিওজিই) জানায় যে, বাংলাদেশে রাজনৈতিক পরিসর শক্তিশালী করতে এই অর্থায়ন দেওয়া হচ্ছিল।
ট্রাম্প আরও বলেন, “এটি এমন একটি ছোট সংস্থার কাছে গেছে, যেটি আগে কেউ শোনেনি। সেখানে মাত্র দুইজন কর্মী আছেন, কিন্তু এই সংস্থা ২৯ মিলিয়ন ডলার পেয়ে গেছে। খুব দ্রুত তারা বড় প্রতারণা হিসেবে পরিচিতি পাবে।” তিনি এছাড়াও ইউএসএআইডির কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং বলেন, এ সংস্থার ভবন এবং কর্মীসংখ্যা দ্রুত কমিয়ে ফেলা হবে।
হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের পরবর্তী নির্বাচনে তিনি আসলে ‘কট্টরপন্থী গুপ্তচর ও দুর্নীতিপরায়ণ আমলাতন্ত্র’ থেকে দেশকে মুক্ত করবেন।