২রা এপ্রিল, ২০২৫, ৩রা শাওয়াল, ১৪৪৬

গাজায় জাতিসংঘের কর্মী কমানোর সিদ্ধান্ত, নিরাপত্তা হুমকির মুখে

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ক্রমবর্ধমান সংঘাতের কারণে জাতিসংঘ তাদের কর্মীদের এক-তৃতীয়াংশ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে তাদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।

ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযানের পর থেকে অঞ্চলটিতে সহিংসতা বেড়ে যাওয়ায় জাতিসংঘের কর্মীরাও ঝুঁকির মুখে পড়েছেন। হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে প্রায় ৭০০ জনের প্রাণহানি ঘটেছে, যার মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।

এদিকে, সিরিয়ার দারা অঞ্চলেও ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। সেখানে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে এবং হতাহতের আশঙ্কা রয়েছে। যদিও সিরীয় প্রশাসন এখনো নির্দিষ্ট সংখ্যা জানায়নি।

অন্যদিকে, ইসরায়েলে বিক্ষোভের মধ্যেই পার্লামেন্টে বাজেট পাশ হয়েছে, যা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে টিকিয়ে রেখেছে। তবে দেশটিতে যুদ্ধবিরোধী আন্দোলন অব্যাহত রয়েছে এবং হামাসের হাতে আটক ৫৯ জন বন্দির পরিবারও বিক্ষোভ করছে।

সিরিয়ার স্থানীয় প্রশাসনের মতে, গোলান সীমান্ত এলাকায় ইসরায়েলের হামলায় ইতোমধ্যে কয়েকজন নিহত হয়েছেন। তবে পুরো পরিস্থিতির বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

Archive Calendar
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত