২রা এপ্রিল, ২০২৫, ৩রা শাওয়াল, ১৪৪৬

গাজায় ইসরায়েলি হামলা: নিহত হামাসের শীর্ষ মুখপাত্র

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের সামরিক বাহিনীর টার্গেটেড বিমান হামলায় গাজায় হামাসের মুখপাত্র আবদেল-লতিফ আল-কানৌয়া নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ মার্চ) ভোরে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে এই হামলা চালানো হয়।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) দাবি করেছে, আবদেল-লতিফ আল-কানৌয়া হামাসের অন্যতম শীর্ষ নেতা এবং সংগঠনের প্রচারণামূলক কার্যক্রমের প্রধান ছিলেন। হামাসের নেতৃত্ব কাঠামো দুর্বল করতেই এই হামলা চালানো হয়েছে।

অন্যদিকে, হামাস এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, “শত্রুপক্ষ আমাদের নেতাদের হত্যা করে আমাদের আন্দোলন দমিয়ে রাখতে পারবে না। প্রতিরোধ চলবে।”

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে ৫০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখের বেশি। গত কয়েকদিনে ইসরায়েলের টার্গেটেড হামলায় আরও কয়েকজন হামাস নেতা নিহত হয়েছেন, যার মধ্যে ইসমাইল বারহুম ও সালাহ আল-বারহুমও রয়েছেন।

চলমান সহিংসতা বন্ধ করতে বিভিন্ন মহল থেকে আহ্বান জানানো হলেও, ইসরায়েল ও হামাসের মধ্যে এখনো কোনো কার্যকর যুদ্ধবিরতি চুক্তি হয়নি। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো গাজায় বেসামরিক হতাহতের সংখ্যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং দ্রুত সংঘর্ষ বন্ধের দাবি জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, চলমান হামলা এবং পাল্টা প্রতিক্রিয়ার ফলে গাজার সংকট আরও দীর্ঘায়িত হতে পারে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

Archive Calendar
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত