
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তিন ক্রিকেটার লিটন দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানা পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন। বিসিবির ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস বিষয়টি নিশ্চিত করেছেন।
লিটন দাসকে দলে নিয়েছে করাচি কিংস, নাহিদ রানাকে পেশোয়ার জালমি এবং রিশাদ হোসেনকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। পিএসএলে তাদের খেলা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, বিসিবির এনওসি প্রদানের ফলে তা দূর হয়েছে।
বিসিবির ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস বলেন, “আগেও আমরা বলেছি যে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাওয়ার বিষয়ে বিসিবি নমনীয় অবস্থান নিচ্ছে। সেই ধারাবাহিকতায়ই পিএসএলে দল পাওয়া এই তিন ক্রিকেটারকে এনওসি দেওয়া হয়েছে।” তবে এনওসি কত দিনের জন্য দেওয়া হয়েছে, সে বিষয়ে বিসিবি কিছু জানায়নি।
আগামী ১১ এপ্রিল থেকে শুরু হবে পিএসএলের দশম আসর। টুর্নামেন্ট শুরুর ৮ দিন পর বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে। এ কারণে লিটন দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানার পিএসএলে খেলার বিষয়টি নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে বিসিবির সিদ্ধান্তে সেই শঙ্কার অবসান হয়েছে।