
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান সেনাবাহিনী আফগানিস্তান সংলগ্ন সীমান্তে একটি সন্ত্রাসী হামলা প্রতিহত করেছে, যার ফলে ৫৪ জন সন্ত্রাসী নিহত হয়েছে। পাকিস্তান সরকার জানাচ্ছে, এই হামলায় ভারতের ইন্ধন থাকতে পারে।
২৫, ২৬ ও ২৭ এপ্রিল রাতের অভিযান চলাকালে পাকিস্তানের সেনাবাহিনী উত্তরের ওয়াজিরিস্তান জেলার হাসান খেল এলাকায় একটি সন্ত্রাসী দলের অনুপ্রবেশ প্রতিহত করে। অভিযানে সেনাবাহিনী সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করেছে।
পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর এক বিবৃতিতে জানায়, এই সন্ত্রাসী দলটি ‘বিদেশি প্রভুদের’ নির্দেশে পাকিস্তানে প্রবেশের চেষ্টা করছিল, এবং তারা পাকিস্তানের অভ্যন্তরে উচ্চ-স্তরের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা করছিল।
এদিকে, পাকিস্তান সরকার দাবী করছে যে, ভারতের গোপন ইন্ধন এই সন্ত্রাসী কর্মকাণ্ডে রয়েছে। তারা জানায়, ভারত পাকিস্তানে সন্ত্রাসী হামলার মাধ্যমে দেশটির নিরাপত্তা এবং জনগণের মধ্যে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে।
পাকিস্তান সেনাবাহিনীর এই সফল অভিযানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই আরও দৃঢ় হয়েছে, এবং এটি পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর পেশাদারিত্ব ও সতর্কতার বড় উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।