
আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আয়োজিত এক মহাসমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে বলেছেন, “আপনি ভুলে যাবেন না, আমরাই আপনাকে ক্ষমতায় বসিয়েছি।”
শনিবার দুপুরে আয়োজিত এই সমাবেশে তিনি বলেন, “সম্প্রতি ড. ইউনূস বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কি না, সে সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগের। আমি স্পষ্ট করে বলতে চাই, সেই সিদ্ধান্ত আমাদের। আওয়ামী লীগ আসবে কি না, নির্বাচন করবে কি না— এসব আমরা ঠিক করেছি।”
তিনি আরও বলেন, “আমরা আজ যেসব দাবিতে একত্র হয়েছি, তা গর্বের নয়, বরং লজ্জার। দ্বিতীয় স্বাধীনতার আট মাস পরও আমাদের এসব বলতে হচ্ছে। ৫ আগস্টই আমরা সিদ্ধান্ত নিয়েছি— আওয়ামী লীগের পুনর্বাসন এই দেশে হবে না। বাংলাদেশের জনগণ সেদিনই রায় দিয়েছে।”
তিনি আওয়ামী লীগ প্রসঙ্গে বলেন, “যে দল দাড়ি-টুপি পরা ভাইদের রাস্তায় টেনে এনে শহীদ করেছিল, তাদের পুনর্বাসনের প্রশ্নই ওঠে না। আওয়ামী লীগ মারা গেছে বাংলাদেশে, জানাজা হয়েছে দিল্লিতে। এই দল আর এদেশে ফিরতে পারবে না।”
এনসিপি নেতা আরও দাবি করেন, “বিভিন্ন রাজনৈতিক দল ও নেতারা আজও আমাদের বোঝাতে চান যে আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল। কিন্তু জনগণ সিদ্ধান্ত নিয়েছে— এই দলকে নিষিদ্ধ করা হবে। শহীদের রক্তের ঋণ মাফ করা হবে না।”