
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে ভয়াবহ মানবিক বিপর্যয়ের পাশাপাশি সবচেয়ে বেশি আঘাত এসেছে সংবাদমাধ্যমের ওপর। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত সময়ে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২১১ জন সাংবাদিক, যাদের মধ্যে রয়েছেন ২৮ জন নারী।
জাতিসংঘের মানবাধিকার অফিস এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, এই সাংবাদিক হত্যা কোনো দুর্ঘটনা নয়—বরং এটি স্পষ্টভাবে আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচ্য।
ইউনেস্কোর হিসাব অনুযায়ী, শুধুমাত্র পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েই ৪৭ জন সাংবাদিকের মৃত্যু হয়েছে। অন্যদিকে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়, বর্তমানে ৪৯ জন সাংবাদিক ইসরায়েলি কারাগারে আটক আছেন, যাদের অনেকেই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন।
তুর্কি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আটক থাকা সাংবাদিকদের জিজ্ঞাসাবাদের সময় মারধর, অপমান, যৌন সহিংসতা ও মানসিক নির্যাতন চালানো হয়।
জাতিসংঘের ভাষায়, “গাজায় প্রেসের ওপর নির্যাতন এবং সাংবাদিক হত্যাকাণ্ড বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলছে।”
তারা আরও বলেছে, সাংবাদিকদের গায়ে ‘প্রেস’ লেখা সুরক্ষা ভেস্ট পর্যন্ত এখন হয়ে উঠেছে টার্গেট—এটি ভয়াবহ।
বিশ্ব সাংবাদিক সমাজের দাবি, এই ঘটনার আন্তর্জাতিক তদন্ত হওয়া প্রয়োজন এবং দায়ীদের যুদ্ধাপরাধের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।
Our Times News নিহত সকল সাহসী সংবাদযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছে।