
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরের পহেলগাঁওয়ে সাম্প্রতিক হামলার বিষয়ে ভারতীয় এক সাংবাদিক প্রকাশ করলেন গুরুত্বপূর্ণ ও বিতর্কিত তথ্য। সিনিয়র সাংবাদিক অর্চনা তিওয়ারি জানান, এই হামলা নিয়ে ভারতীয় বেশ কিছু সংবাদমাধ্যম নিরবিচারে ভুল তথ্য ছড়াচ্ছে।
তিওয়ারির তদন্তে উঠে এসেছে যে, স্থানীয়দের বক্তব্য এবং সরকারি বিবৃতির মধ্যে ব্যাপক অমিল রয়েছে। পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউন-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, সরকার যে বর্ণনা দিয়েছে, তার সঙ্গে বাস্তবতার অনেক ফারাক রয়েছে বলে দাবি করেন তিনি।
তার কথায়, একাধিক প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা সরকারের তথ্যের বিরোধিতা করেছেন। এতে ধারণা করা হচ্ছে, পুরো ঘটনাটি পূর্বপরিকল্পিত হতে পারে এবং সরকারের উপস্থাপন করা তথ্য প্রশ্নবিদ্ধ।
একজন রাজনৈতিক বিশ্লেষক বলেন, “অর্চনা তিওয়ারির প্রকাশিত তথ্য থেকে মনে হচ্ছে এটি ছিল একটি ফলস ফ্ল্যাগ অপারেশন—যার উদ্দেশ্য ছিল ভিন্ন বার্তা ছড়ানো।”
একজন কাশ্মীরি গাড়িচালক জানান, পুরো ঘটনাটি সাজানো ছিল এবং এতে কোনো নবদম্পতির ওপর হামলার ঘটনা ঘটেনি। বরং যাকে মৃত বলে প্রচার করা হয়েছে, তিনি জীবিত।
তিওয়ারি এই কথোপকথনটি রেকর্ড করেন এবং প্রশ্ন তোলেন, ‘বিধবার বিবৃতি এবং আহত শিশুর ভিডিওটিও কি মিথ্যা?’ চালক জবাবে বলেন, ‘হ্যাঁ, এগুলো রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ১০ কিলোমিটার দূর থেকে গুলি চালানো কেউ কি জানবে ভুক্তভোগী কোন ধর্মের?’
চালক আরও হুঁশিয়ারি দেন, যদি কাশ্মীরিদের ওপর আর্থিক ও সামাজিক চাপ বন্ধ না হয়, তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।