
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর খুব বেশি বিশ্রাম পাচ্ছে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এবার নতুন চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামছে টাইগাররা, প্রতিপক্ষ আয়ারল্যান্ড।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যেই প্রকাশ করেছে পূর্ণাঙ্গ সূচি। চলতি মাসের প্রথম সপ্তাহেই বাংলাদেশে পা রাখবে আইরিশ দল। তারা স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
সূচি অনুযায়ী, ৬ নভেম্বর বৃহস্পতিবার ঢাকায় পৌঁছাবে আয়ারল্যান্ড দল এবং ৮ নভেম্বর থেকে অনুশীলন শুরু করবে। প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর ঢাকায়। এই ম্যাচে যদি মুশফিকুর রহিম অংশ নেন, তবে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে ১০০ টেস্ট খেলার ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করবেন। এটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক গর্বের মুহূর্ত হয়ে থাকবে।
টেস্ট সিরিজ শেষে আইরিশরা যাবে চট্টগ্রামে, যেখানে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি লড়াই।
প্রথম ম্যাচ ২৭ নভেম্বর, দ্বিতীয় ম্যাচ ২৯ নভেম্বর, এবং শেষ টি-টোয়েন্টি ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
সবগুলো ম্যাচই সন্ধ্যা ৬টায় শুরু হবে।
ব্যস্ত সূচির মধ্যেও টাইগাররা নতুন উদ্যমে মাঠে নামবে— এমনটাই আশা ক্রিকেটপ্রেমীদের।




























