
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচের ওয়ানডে সিরিজের অঘোষিত ‘ফাইনাল’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। দুপুর দেড়টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।
প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেলেও দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে হেরে যায় বাংলাদেশ, ফলে সিরিজ এখন ১-১ সমতায়। তাই আগামীকালের ম্যাচটি হয়ে উঠেছে কার্যত সিরিজ নির্ধারণী ফাইনাল।
প্রথম ওয়ানডেতে মাত্র ২০৭ রান করেও লেগ স্পিনার রিশাদ হোসেনের রেকর্ড গড়া বোলিংয়ে ক্যারিবীয়দের ১৩৩ রানে গুঁড়িয়ে দেয় বাংলাদেশ, জয় পায় ৭৪ রানে।
তবে দ্বিতীয় ম্যাচে পরিস্থিতি ছিল উল্টো। ৭ উইকেট হারিয়ে ২১৩ রান করে বাংলাদেশ। জবাবে একই রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে, যেখানে টাইগাররা ১ রানের হৃদয়বিদারক পরাজয় বরণ করে।
আগামীকালকের ম্যাচটি তাই উভয় দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ—একদিকে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়ের সুযোগ, অন্যদিকে বাংলাদেশ দলের সম্মান রক্ষার লড়াই।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভীর রহমান ও মোস্তাফিজুর রহমান।



























