
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্কঃ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পারভেজ হোসেন ইমনের ব্যাটিং ঝড়ে রাজশাহী ওয়ারিয়র্সকে বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে সিলেট টাইটান্স। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯০ রান সংগ্রহ করে স্বাগতিকরা।
রাজশাহীর বোলিং নেওয়ার সিদ্ধান্ত যে ভুল ছিল, তা শুরুতেই বুঝিয়ে দেন পাকিস্তানি ওপেনার সাইম আইয়ুব। আগ্রাসী ব্যাটিংয়ে তিনি পাওয়ার প্লেতেই ম্যাচের গতি বাড়িয়ে দেন। তবে পঞ্চম ওভারে ১৫ বলে ৩ চার ও ২ ছক্কায় ২৮ রান করে আউট হন তিনি। তখন দলীয় সংগ্রহ ছিল ৩৬ রান।
এরপর হজরতউল্লাহ জাজাই (২০) বড় ইনিংস খেলতে ব্যর্থ হলেও রনি তালুকদারের সঙ্গে ৩২ রানের জুটি গড়েন। রনি তালুকদার কিছুটা স্থির থাকলেও দলকে বড় ইনিংস এনে দিতে পারেননি। তিনি আউট হন ২৫ বলে ৩৬ রান করে
এরপরই ব্যাট হাতে ঝড় তোলেন পারভেজ হোসেন ইমন। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকা এই বাঁহাতি ব্যাটার রাজশাহীর বোলারদের ওপর চড়াও হন। আফিফ হোসেনের সঙ্গে গড়ে তোলেন ৮৬ রানের গুরুত্বপূর্ণ জুটি, যা আসে ইনিংসের শেষ বলের এক বল আগে ভাঙে।
ইমন মাত্র ২৮ বলে নিজের ফিফটি পূর্ণ করেন। তার ইনিংসে ছিল ৩টি চার ও ৪টি ছক্কা। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৬৫ রানে। অপরদিকে আফিফ হোসেন ১৯ বলে ৩৩ রান করে আউট হলেও ইনিংসের গতি ধরে রাখতে বড় ভূমিকা রাখেন।
রাজশাহীর হয়ে বোলিংয়ে সন্দীপ লামিচানে ছিলেন তুলনামূলক সফল। তিনি ৪ ওভারে ৩৮ রান দিয়ে ২টি উইকেট নেন। এছাড়া বিনুরা ফার্নান্ডো ও তানজিম হাসান সাকিব একটি করে উইকেট শিকার করেন। ১৯১ রানের লক্ষ্য তাড়া করতে এখন কঠিন চ্যালেঞ্জের মুখে রাজশাহী ওয়ারিয়র্স।






























