
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ ক্রিকেটের সুপার ফোর পর্ব খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। মাঠে বসে বাংলাদেশের খেলা দেখার জন্য দর্শকদের জন্য টিকিটের দাম ও কেনার সহজ প্রক্রিয়া প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
‘বি’ গ্রুপে তিনটি ম্যাচ জিতেই শীর্ষে শেষ করেছে শ্রীলঙ্কা (৬ পয়েন্ট), আর দুই জয় ও ৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপ থেকে এসেছে ভারত ও পাকিস্তান। এই চার দলের মধ্যে প্রতিটি দল একবার করে বাকি তিন দলের সঙ্গে খেলবে।
সুপার ফোরের টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে ৭৫ দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২,৪৮৬ টাকা। ভারত-পাকিস্তান ম্যাচকে সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ হিসেবে গণ্য করা হচ্ছে। এই ম্যাচের সর্বনিম্ন টিকিটের দাম ধরা হয়েছে ৩৫০ দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১,৬০২ টাকা।
দর্শকরা প্যাকেজ টিকিটের মাধ্যমে একাধিক ম্যাচ একসাথে দেখার সুযোগ পাবেন।
প্যাকেজ ‘এ’: বাংলাদেশ-শ্রীলঙ্কা, ভারত-পাকিস্তান ও বাংলাদেশ-ভারত ম্যাচ দেখার সুযোগ। দাম শুরু ৫২৫ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭,৪০৩ টাকা)।
প্যাকেজ ‘বি’: পাকিস্তান-বাংলাদেশ, ভারত-শ্রীলঙ্কা ও ফাইনাল ম্যাচ দেখার সুযোগ। দাম শুরু ৫২৫ দিরহাম থেকে।
টিকিট কেনার জন্য সমর্থকরা সরাসরি প্লাটিনামলিস্ট ডট নেট ব্যবহার করতে পারেন।
এভাবে দর্শকরা উত্তেজনাপূর্ণ ম্যাচগুলি মাঠে বসে সরাসরি উপভোগ করতে পারবেন।































