
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: ভারত-পাকিস্তান মানেই অন্যরকম উত্তেজনা। ক্রিকেট মাঠের লড়াই গড়ায় চায়ের আড্ডাতেও। আর যদি সেই ম্যাচ হয় এশিয়া কাপের মতো মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে, তবে রোমাঞ্চ আরও বেড়ে যায় বহুগুণে।
রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৭১ রান তোলে পাকিস্তান। ফলে ভারতকে জয়ের জন্য দরকার ১৭২ রান।
পাকিস্তানের হয়ে ওপেনার শাহিবজাদা ফারহান খেলেন সর্বোচ্চ ইনিংস। তিনি ৪৫ বলে ৫৮ রান করেন, যাতে ছিল ৫টি চার ও ২টি ছক্কা। ফাহিম আশরাফ ৮ বলে ২০ রান করে অপরাজিত থাকেন। অধিনায়ক সালমান আলি আগা ১৩ বলে ২১ রান করে ইনিংস শেষ পর্যন্ত ক্রিজে থাকেন। এছাড়া মোহাম্মদ নওয়াজ (১৯ বলে ২১) ও সাইম আইয়ুব (১৭ বলে ২১) গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
তবে ম্যাচে আম্পায়ারিং নিয়ে দেখা দেয় বিতর্ক। হার্দিক পান্ডিয়ার এক বল ব্যাটের কানায় লেগে উইকেটকিপারের গ্লাভসে পৌঁছালেও সেটি আগে মাটিতে স্পর্শ করে বলে খালি চোখে স্পষ্ট বোঝা যাচ্ছিল। তবুও থার্ড আম্পায়ারের সিদ্ধান্তে আউট হয়ে ফেরেন ফখর জামান।
ভারতের বোলারদের মধ্যে শিবম দুবে সবচেয়ে সফল ছিলেন। তিনি ৪ ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট নেন। একটি করে উইকেট শিকার করেন হার্দিক পান্ডিয়া ও কুলদীপ যাদব। তবে ফিল্ডিংয়ে ভুগেছে ভারত। সহজ ৪টি ক্যাচ মিস করে তারা পাকিস্তানকে বড় সংগ্রহের পথ দেখিয়েছে।































