
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্স সরকার ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছে। দেশের নতুন খসড়া আইনের মাধ্যমে শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করা এবং অতিরিক্ত স্ক্রিন টাইম থেকে রক্ষা করা লক্ষ্য। এই বিধান যদি অনুমোদিত হয়, তবে এটি ২০২৬ সালের সেপ্টেম্বরের মধ্যে কার্যকর হতে পারে।
ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ এই প্রস্তাবকে সমর্থন করেছেন। তিনি জানুয়ারিতে সংসদে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা এবং বিতর্কের আহ্বান জানিয়েছেন। সরকারের বক্তব্য অনুযায়ী, এই পদক্ষেপ শিশুদের অনলাইন হয়রানি, অনাকাঙ্ক্ষিত বিষয়বস্তু এবং ঘুমজনিত সমস্যা থেকে রক্ষা করবে।
খসড়া আইনে স্কুলে মোবাইল ফোন ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞার বিধান রাখা হয়েছে। আইনের উদ্দেশ্য হলো শিশুদের নিরাপদ অনলাইন পরিবেশ নিশ্চিত করা এবং তাদের অবাধ অনলাইন অ্যাক্সেসের ফলে সাইবার বিপদ ও হয়রানি কমানো।
এর আগে, অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ফ্রান্সের এই পদক্ষেপের মাধ্যমে ইউরোপেও শিশুদের অনলাইন নিরাপত্তা বিষয়ক নীতি কঠোর করার দিকে প্রথম ধাপ নিল।
সূত্র: আলজাজিরা, রয়টার্স




























