
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: জলবায়ু পরিবর্তন ও নগরায়ণের চাপে বিশ্বজুড়ে বায়ুদূষণ উদ্বেগজনক আকার ধারণ করেছে। এরই ধারাবাহিকতায় আজও বায়ুদূষণে বিশ্বের শীর্ষ শহরের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার একিউআই স্কোর রেকর্ড করা হয়েছে ২৮৪। এই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়, যা নগরবাসীর জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।
একই সময় ২৮২ স্কোর নিয়ে ভারতের রাজধানী দিল্লি তালিকার দ্বিতীয় এবং ২০১ স্কোর নিয়ে কলকাতা তৃতীয় অবস্থানে রয়েছে। দিল্লি ও কলকাতার বাতাসের মানও নাগরিকদের জন্য ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০–৫০ হলে বাতাস ভালো, ৫১–১০০ মাঝারি এবং ১০১–১৫০ হলে সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর বলে গণ্য করা হয়। ১৫১–২০০ স্কোরকে অস্বাস্থ্যকর এবং ২০১–৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বা নারীদের বাইরে চলাচল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদি বায়ুদূষণ স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসের ক্যানসার ও শ্বাসতন্ত্রজনিত জটিলতার ঝুঁকি বাড়ায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে প্রতিবছর বিশ্বে লাখ লাখ মানুষের অকাল মৃত্যু ঘটে, যা এটিকে একটি নীরব বৈশ্বিক স্বাস্থ্য সংকটে পরিণত করেছে।




























