
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাস ও ই”সরাইলের মধ্যকার চলমান রক্তক্ষয়ী যুদ্ধে ই”সরাইলের হামলায় এখন পর্যন্ত নারী ও শিশু-সহ ২৬ হাজার ৪২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। রোববার এমন তথ্য নিশ্চিত করেছে গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়।
দেশটির তথ্য মন্ত্রণালয়ের এক বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিহতদের মধ্যে ১১ হাজারের বেশি শিশু এবং প্রায় সাড়ে ৭ হাজার নারী। ইসরায়েলি সেনাবাহিনী রোববার পর্যন্ত সবশেষ ২৪ ঘন্টায় ১৬৫ ফিলিস্তিনিকে হ’ত্যা করেছে। হামলায় আহত হয়েছে আরও ২৯০ জন।
ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলমান এই রক্তক্ষয়ী সংঘর্ষে ৬৫ হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছে।
সূত্রঃ আল জাজিরা।





























