
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: জাপানের উত্তর-পূর্বাঞ্চলে শুক্রবার সকালে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া দফতর (জেএমএ) জানিয়েছে, এতে সঙ্গে সঙ্গে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
জেএমএ সূত্রে জানা যায়, স্থানীয় সময় সকাল ১১টা ৪৪ মিনিটে আওমোরি প্রিফেকচারের উপকূলে ভূমিকম্পটি ২০ কিলোমিটার গভীরে আঘাত হানে। উল্লেখযোগ্য যে, এই অঞ্চলে কয়েকদিন আগে ৭.৫ মাত্রার একটি বড় ভূমিকম্প আঘাত হেয়েছিল।
সরকারিভাবে সতর্ক করা হয়েছে, হোক্কাইডো থেকে টোকিওর পূর্বাঞ্চল পর্যন্ত বাসিন্দারা পরিস্থিতির জন্য প্রস্তুত থাকুন। এক সপ্তাহের মধ্যে আবারও শক্তিশালী ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে, তাই বিশেষ সাবধানতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
জাপান প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এ অবস্থিত হওয়ায় দেশটি নিয়মিত ভূমিকম্পের সম্মুখীন হয়। দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে পরিচিত ২০১১ সালের তোহোকু ভূমিকম্প ও সুনামি। সেই সময়ে প্রায় ২২ হাজার মানুষ নিহত বা নিখোঁজ হয়েছিলেন এবং ফুকুশিমা দাইইচি পারমাণবিক কেন্দ্রে চুল্লি গলে বিপজ্জনক তেজস্ক্রিয়তা ছড়িয়েছিল।




























