
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: গোপালগঞ্জে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) ঘোষিত পদযাত্রা কর্মসূচিতে ‘মুজিববাদী আদর্শের সন্ত্রাসীরা’ হত্যার উদ্দেশ্যে জঙ্গি স্টাইলে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার রাত সাড়ে ৯টায় খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
নাহিদ ইসলাম বলেন, “এ হামলা পূর্ব পরিকল্পিত। পদযাত্রা কর্মসূচি ঘোষণার পরই আওয়ামী লীগের সন্ত্রাসীরা গোপালগঞ্জে অবস্থান নেয়। গোপালগঞ্জে এতদিন একটি মিথ চালু ছিল—আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল সেখানে কর্মসূচি পালন করতে পারবে না। এনসিপি সেই মিথ ভেঙে দিয়েছে।”
তিনি আরও বলেন, “গোপালগঞ্জে হামলা চালাতে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সমন্বিতভাবে জড়ো করা হয়েছে। পুলিশের গাড়িতে আগুন দেওয়া, স্টেজে হামলা—সবই পরিকল্পনার অংশ। আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতা করলেও প্রশাসনের মধ্যে কোনো ‘সাবোটাজ’ হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা দরকার।”
হামলায় এনসিপির তিন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “মুজিববাদের বিরুদ্ধে এনসিপির লড়াই চলবে। হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ হবে।”
তিনি আরও জানান, কর্মসূচি শেষে ফেরার পথে নেতাকর্মীদের ওপর হামলা হয়। এর ফলে আপাতত মাদারীপুর ও শরিয়তপুরের কর্মসূচি স্থগিত করা হয়েছে। সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।





























