
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেন মাদারীপুরের কালকিনির ১১০ বছরের মৌলভী আব্দুর রশিদ।
মৌলভী আব্দুর রশিদ বলেন, আমি জিয়াউর রহমানের ভক্ত ছিলাম। তার দেশপ্রেমে আমি মুগ্ধ হতাম। খালেদা জিয়ার মৃত্যুর পর তার জানাজায়ও অংশগ্রহণ করেছি। লাখ লাখ মানুষ জড়িয়ে ছিল। আমি দেখেছি, জিয়ার মতোই খালেদা জিয়াতেও দেশপ্রেম ও নৈতিকতার অটুট মান রয়েছে।
নিজের বয়স ১১০ বছর উল্লেখ করে তিনি আরও বলেন, খালেদা জিয়া হাজারো জেল-জুলুম ও অত্যাচারের শিকার হয়েও কখনও আপস করেননি। তার মতো নেত্রী বাংলাদেশের মাটিতে আর জন্ম নেবে বলে মনে হয় না। জানাজায় অংশ না নিলে আফসোস থাকত। তাই এই শরীর নিয়ে কষ্ট করেও এসেছি। আল্লাহ তাকে জান্নাত দান করুন।
বৃহস্পতিবার বেলা ৩টা ৩ মিনিটে মানিক মিয়া অ্যাভিনিউতে শুরু হয় খালেদা জিয়ার জানাজা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক জানাজা পড়ান।
জানাজার সময় মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকা, বিজয় সরণি, খামারবাড়ি, কারওয়ান বাজার, ফার্মগেট, শাহবাগ ও মোহাম্মদপুর জনসমুদ্রে পরিণত হয়।




























