
আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি: দেশের বাজারে স্বর্ণের দাম পুনরায় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য ওঠানামা এবং স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ার কারণে নতুন এই মূল্যহার নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সর্বোচ্চ মানের ২২ ক্যারেট স্বর্ণের ভরি প্রতি নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা। পূর্বের দামের তুলনায় এবার ভরিপ্রতি কয়েক হাজার টাকা বৃদ্ধি পেয়েছে।
এ ছাড়াও—
২১ ক্যারেট স্বর্ণ: ভরি ২ লাখ ২ হাজার ৪৯৯ টাকা
১৮ ক্যারেট স্বর্ণ: ভরি ১ লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা
সনাতন পদ্ধতির স্বর্ণ: ভরি ১ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকা
বাজুস জানিয়েছে, নতুন এই দাম শুক্রবার থেকে কার্যকর হবে। স্বর্ণের মূল্য বাড়লেও রূপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। রূপার দাম আগের মতোই থাকবে
২২ ক্যারেট রূপা: ভরি ৪,২৪৬ টাকা
২১ ক্যারেট রূপা: ভরি ৪,০৪৭ টাকা
১৮ ক্যারেট রূপা: ভরি ৩,৪৭৬ টাকা
সনাতন রূপা: ভরি ২,৬০১ টাকা
বাজুসের নির্দেশনায় আরও বলা হয়েছে, নতুন বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট যোগ হবে। পাশাপাশি ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার কারুকাজ, নকশা ও মান অনুযায়ী দোকানভেদে মজুরির পরিমাণ বাড়তে বা কমতে পারে।
জুয়েলার্স ব্যবসায়ীরা বলছেন, বিশ্ববাজারে স্বর্ণের দামের অস্থিরতা দীর্ঘদিন ধরেই চলমান। একইসঙ্গে স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ায় গহনার দাম না বাড়িয়ে উপায় ছিল না। তাই বাজার স্থিতিশীল রাখতে নতুন এই মূল্যহার নির্ধারণ করা হয়েছে।




























