
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: চীনের লিয়াওনিং প্রদেশের একটি নাচের ক্লাসে অদ্ভুত ও অবিশ্বাস্য এক ঘটনা ঘটেছে। নাচ শেখানোর সময় শিক্ষিকার মাথা ঘুরে তিনি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। আশ্চর্যজনকভাবে, শিক্ষিকার অজ্ঞান অবস্থাকে নাচের অনুশীলনের অংশ ভেবে তার ছাত্রীরাও একইভাবে মাটিতে শুয়ে পড়ে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষিকার রক্তে শর্করার পরিমাণ হঠাৎ কমে যাওয়ায় (লো ব্লাড সুগার) তিনি অজ্ঞান হয়ে পড়েন। তবে কিছুক্ষণের মধ্যে তিনি আবার সুস্থ হয়ে ওঠেন এবং বড় কোনো শারীরিক ক্ষতি হয়নি।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ইনস্টাগ্রামের ‘mothershipsg’ অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, শিক্ষিকা নৃত্য প্রদর্শন করছিলেন এবং হঠাৎ মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়েন। ছাত্রীরাও শিক্ষকাকে অনুকরণ করে একইভাবে মাটিতে শুয়ে যায়।
নেটিজেনরা ঘটনাটি দেখে বিভিন্ন প্রতিক্রিয়া দিয়েছেন। কেউ লিখেছেন, “অন্ধভাবে অনুকরণ করাই এখন নতুন ট্রেন্ড!”, আবার কেউ সতর্ক করেছেন যে, অনুকরণভিত্তিক প্রশিক্ষণে সতর্কতার অভাব বড় ধরনের ভুল বোঝাবুঝি ও বিপদ তৈরি করতে পারে।
শিক্ষিকাকে সময়মতো চিকিৎসা দেওয়া হয়েছে এবং তিনি বর্তমানে সুস্থ রয়েছেন। তবে এই ঘটনা শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষক-শিক্ষার্থীদের মনোযোগের গুরুত্বের দিকে একটি সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।




























