
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পালিত হলো এক ব্যতিক্রমী ও আলোচিত বিয়ে অনুষ্ঠান। উপজেলার উত্তর ছেংগারচর এমএম কান্দি গ্রামের হাজি আ. বারেক দেওয়ানের ছেলে, সৌদি প্রবাসী মেহেদী হাসান রাজু তার বাবা–মায়ের দীর্ঘদিনের স্বপ্ন পূরণে নববধূকে আনলেন হেলিকপ্টারে করে। এই ব্যতিক্রমী আয়োজনকে ঘিরে সকাল থেকেই এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
শুক্রবার সকালে রুহিতারপার ডিএম উচ্চ বিদ্যালয় মাঠে হেলিকপ্টার অবতরণের খবর ছড়িয়ে পড়লে আশপাশের কয়েকশ মানুষ সেখানে জড়ো হন। নির্ধারিত সময় হেলিকপ্টারটি মাঠে নামতেই উপস্থিত জনতার মধ্যে আনন্দ, বিস্ময় ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। কনে আবিদা সুলতানা অনামিকাকে আনতে এমন আয়োজন দেখে এলাকা জুড়ে আলোচনা শুরু হয়।
বরের বাবা হাজি আ. বারেক দেওয়ান জানান, ছেলের বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং ছোটবেলার ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে তিনি নিজেই হেলিকপ্টারের ব্যবস্থা করেন। তার ভাষায়—“ছেলের মুখে হাসি দেখে আমরাও আনন্দিত। আল্লাহ ওদের দাম্পত্য জীবনকে সুখের করুন।”
বরের ফুফাতো ভাই সুমন সরদার বলেন, রাজু ছোটবেলা থেকেই বলত তার বিয়ে অন্যরকম হবে। সে ইচ্ছাই এবার বাস্তবে দেখা গেল। পরিবার ও গ্রামের জন্য এটি গর্বের মুহূর্ত বলে তিনি উল্লেখ করেন।
পরিবার জানায়, বৃহস্পতিবার হলুদ, শুক্রবার বিয়ে ও কনের বাড়িতে প্রীতিভোজ, আর শনিবার বরপক্ষের বাসায় প্রীতিভোজ—এসব আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পুরো আয়োজন চলছে। এলাকাবাসীর মতে, এ ধরনের ব্যতিক্রমী আয়োজন দীর্ঘদিন স্মৃতিতে জায়গা করে নেবে।
কনের বাবা আল আমিন প্রধান বলেন, “আগামীকাল শনিবার ঘোড়ার গাড়িতে করে মেয়েকে বাড়িতে নিয়ে আসব। সবাই ওদের জন্য দোয়া করবেন।”
বর মেহেদী হাসান রাজু বলেন, তিনি পরিবারের ছোট ছেলে হওয়ায় সবার স্নেহেই বড় হয়েছেন। তার ভাষায়—“জীবনের নতুন অধ্যায়ে সবার ভালোবাসা আর দোয়া আমার সবচেয়ে বড় শক্তি। সবাই আমাদের জন্য শুভকামনা রাখবেন।”
নবদম্পতি রাজু ও অনামিকার জন্য দুই পরিবারের পক্ষ থেকে সকলের দোয়া কামনা করা হয়েছে।





























