
আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরোত্তম বলেছেন, সব রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় নির্বাচন না হলে তার দল ভোটের মাঠে যাবে না। তিনি মনে করেন, দেশের বড় অংশের জনগণ নির্বাচনের বাইরে থাকলে সেই ভোটের কোনো গ্রহণযোগ্যতা থাকবে না।
বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত মুক্তিযোদ্ধাদের এক সভায় এসব মন্তব্য করেন তিনি। কাদেরিয়া বাহিনীর আয়োজন করা এ সভায় তিনি বলেন, “যদি সব দল অংশ না নেয়, শুধু BNP, NCP বা জামায়াত ভোটে যায়, তাহলে ২০ শতাংশ মানুষও ভোট দিতে যাবে না। এমন নির্বাচনে আমরাও অংশ নেব না।”
প্রধান উপদেষ্টার উদ্দেশে বক্তব্য রেখে কাদের সিদ্দিকী বলেন, শেখ হাসিনার অন্যায়কে আওয়ামী লীগের অন্যায় বা বঙ্গবন্ধুর অন্যায়ের সঙ্গে মিলিয়ে ফেলা ভুল। তিনি জানান, আওয়ামী লীগকে জন্ম দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শামসুল হক—কেউই শেখ হাসিনার সৃষ্টি নয়। তাই শেখ হাসিনার বিচারের প্রসঙ্গ আলাদা হলেও আওয়ামী লীগের বিচার করার ক্ষমতা কোনো সরকারের নেই। তার ভাষায়, “আইয়ুব খান পারেননি, ইয়াহিয়া খানও পারেননি, আপনারাও পারবেন না।”
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে তিনি দেশের সেবক মনে করতেন, নিজেকেও তাই মনে করেন। কিন্তু শেখ হাসিনা দেশকে তার বাপের সম্পত্তি মনে করতেন, এ কারণেই তাকে রাজনৈতিকভাবে সমর্থন করেননি। স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ করেছেন বলেই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানও বীরোত্তম খেতাব পেয়েছিলেন, এটি স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, বিভেদ তৈরি করেই স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াতকে রাজনীতিতে শক্তিশালী হওয়ার সুযোগ দেওয়া হয়েছে।
সভায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, জেলা মুজিব বাহিনীর প্রধান আলমগীর খান মেনু, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীরপ্রতীকসহ মুক্তিযোদ্ধা নেতারা বক্তব্য দেন।




























