
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চলাকালীন নিরাপত্তা শঙ্কা ও ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে বিদেশি ক্রিকেটারদের ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরেছিলেন বাংলাদেশের উদীয়মান ক্রিকেটার রিশাদ হোসেন। তার সেই বক্তব্য গণমাধ্যমে প্রকাশের পর সৃষ্টি হয় বিভ্রান্তি, যা নিয়ে শেষপর্যন্ত ক্ষমা প্রার্থনা করলেন এই তরুণ লেগ-স্পিনার।
নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে দেওয়া এক বিবৃতিতে রিশাদ জানান, তার বক্তব্য সংবাদমাধ্যমে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে, যা অনেক ভুল বোঝাবুঝির জন্ম দিয়েছে। তিনি বলেন, “আমি জানতে পেরেছি সম্প্রতি করা কিছু মন্তব্য ভুলভাবে উপস্থাপনের কারণে বিভ্রান্তি ছড়িয়েছে। এটি অনিচ্ছাকৃতভাবে হয়েছে এবং এতে আবেগকে বাড়িয়ে তুলে ধরা হয়েছে।”
বিশেষ করে ইংল্যান্ডের টম কারান ও নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলের প্রসঙ্গে তার মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়। রিশাদ জানান, তিনি দু’জনের কাছেই নিঃশর্তভাবে ক্ষমা চেয়েছেন। তিনি লেখেন, “আমার কারণে সতীর্থদের মনে কোনো রকম কষ্ট বা বিভ্রান্তি তৈরি হওয়ায় আমি আন্তরিকভাবে দুঃখিত। কারান ও মিচেলের কাছে আমি ক্ষমা চেয়েছি। কালান্দার্স দলের ভ্রাতৃত্ববোধ আমার অন্তরে স্থান করে নিয়েছে।”
এ প্রসঙ্গে উল্লেখযোগ্য, গত ৮ মে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পাশে ভারতীয় ড্রোন বিস্ফোরণের ঘটনায় পিএসএল স্থগিত হয়ে যায়। এতে আতঙ্কিত হয়ে পড়েন বিভিন্ন দেশের খেলোয়াড়রা। রিশাদ তখন জানান, স্যাম বিলিংস, কুশল পেরেরা, ডেভিড ভিসা, টম কারানসহ অনেকে ভয় পেয়ে গিয়েছিলেন এবং কেউ কেউ পাকিস্তানে আর না ফেরার প্রতিজ্ঞাও করেছিলেন।
তবে রিশাদ বলেন, এসব মন্তব্য ছিল আবেগপ্রবণ এবং তাৎক্ষণিক অভিজ্ঞতার বর্ণনা—যা প্রাসঙ্গিক ব্যাখ্যা ছাড়া প্রকাশিত হওয়ায় ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে আরও সচেতনভাবে মিডিয়ার মুখোমুখি হবেন বলেও জানান তিনি।
________________________________
সম্মানিত পাঠক/পাঠিকা দয়া করে নিচে দেয়া লিংকে ক্লিক করে আমাদের Our Time’s News এর হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে আসার সবিনয় অনুরোধ করছি। ধন্যবাদ