
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) পুনরায় শুরু হওয়ার সিদ্ধান্তের পরপরই পরিবর্তন আনা হয়েছে বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের সূচিতে। নতুন সূচি অনুযায়ী, পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি শুরু হবে ২৭ মে থেকে, যা পূর্ব ঘোষণার দুই দিন পর।
মূলত ২৫ মে পিএসএলের ফাইনাল অনুষ্ঠিত হওয়ায় সেটির সঙ্গে বাংলাদেশ সিরিজের সূচি সাংঘর্ষিক হয়ে পড়ে। এ অবস্থায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নতুন একটি সংশোধিত সূচি প্রেরণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।
সংশোধিত সূচি অনুযায়ী, সিরিজের প্রথম তিন ম্যাচ অনুষ্ঠিত হবে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে এবং বাকি দুই ম্যাচের ভেন্যু নির্ধারণ করা হয়েছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। যদিও শেষ দুটি ম্যাচ চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
বাংলাদেশ দল ইতোমধ্যে সফর উপলক্ষে প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে বিসিবি সূত্রে জানা গেছে।
বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের নতুন সূচি
২৭ মে – ১ম টি-টোয়েন্টি, ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ
২৯ মে – ২য় টি-টোয়েন্টি, ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ
১ জুন – ৩য় টি-টোয়েন্টি, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
৩ জুন – ৪র্থ টি-টোয়েন্টি, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
৫ জুন – ৫ম টি-টোয়েন্টি, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
#BangladeshVsPakistan #T20Series2025 #BCB #PCB #PSLFinal #CricketNews #TimesNewsSports