
আওয়ার টাইমস নিউজ।
ভনিউজ ডেস্ক: পবিত্র হজ্ব পালন শেষ করে সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরে এসেছেন ৬৩ হাজার ৮৩২ জন হাজি। এবার হজ পালন করতে গিয়ে এখৈষ এখন পর্যন্ত ১০৮ জন বাংলাদেশির মৃত্যুর খবর নিশ্চিত করেছে কতৃপক্ষ।
রোববার (১৬ জূলাই) রাতে হজযাত্রীদে বহনকারী এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, হজ অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য নিশ্চিত করেছেন।
এতে বলা হয়েছে, রোববার পর্যন্ত মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ছিল ১৬৬টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ৭১টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ৬৬টি ও ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ২৯টি।
এদিকে, এ বছর হজে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত মৃত্যু বরন করেছেন ১০৮ জন হজযাত্রী। মৃত হাজিদের মধ্যে পুরুষের সংখ্যা ৮৩ জন, মহিলাদের সংখ্যা ২৫ জন।