
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ইংলিশ কিংবদন্তী পেস বোলার স্টুয়ার্ট ব্রড। আজ ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যকার ওভাল টেস্টের তৃতীয় দিন শেষে স্কাই স্পোর্টস নিউজে আলোচনার সময় এ ঘোষণা দেন ইংল্যান্ডের এই কিংবদন্তি তারকা ফাস্ট বোলার।
আশ্চর্যের বিষয় হলো ব্রডের বয়স ৩৭ পেরোলেও তার বোলিং পারফরম্যান্সে সেটার কোনো প্রভাবই পড়েনি। অ্যাশেজে ইংলিশ বোলারদের মধ্যে ব্রডের উইকেটই সবচেয়ে বেশি, ১৫১টি। প্রয়াত অজি লেগ স্পিনার শেন ওয়ার্ন (১৯৫) গ্লেন ম্যাকগ্রার (১৫৭) পর অ্যাশেজের সর্বোচ্চ উইকেটশিকারি এখন ইংলিশ এই পেস বোলার।
এইতো কদিন আগেই ব্রড টেস্ট ক্রিকেটের ইতিহাসের পঞ্চম বোলার হিসেবে ৬০০ উইকেটের মাইলফলকও স্পর্শ করেছেন। তবে তার দীর্ঘ দিনের বোলিং সঙ্গী জিমি অ্যান্ডারসন ৪১ বছর বয়সে এসেও খেলা চালিয়ে যাচ্ছেন, কিন্তু অন্যদিকে কোনো রকম আভাস ছাড়াই ক্রিকেটের রঙিন দুনিয়া থেকে বিদায় নিলেন স্টুয়ার্ট ব্রড।