
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: চীনের তৈরি অত্যাধুনিক রোবট এখন মানুষকে স্বাগত জানাতে পারে। দেশটিতে একটি রোবট প্রদর্শনী মেলাতে ঢোকার মুখেই দাঁড়িয়ে রয়েছে একটি রোবট। রোবটটি মেলায় আগত দর্শকদের মানুষের মতো করে স্বাগতও জানাচ্ছে! এমন দৃশ্য দেখে মেলায় আগত দর্শনার্থীরা বেশি রোমাঞ্চিত এবং আনন্দিত।
চায়না ইন্টারন্যাশনাল ডিজিটাল ইকোনমি এক্সপো ২০২৩ এর প্রবেশ পথে দেখা যায় এই মানবাকৃতির রোবটকে।
উত্তর চীনের হ্যপেই প্রদেশের শিচিয়াচুয়াং সিটিতে ৬ থেকে ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় এই এক্সপো। শিল্পখাতের ইন্টারনেটের উন্নয়ন তুলে ধরা হয় এই এক্সপোতে।