
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের আজকের ম্যাচটি ছিল পাকিস্তানের জন্য বাঁচামরা লড়াইয়ের, আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি হারলেই পাকিস্তানের সেমিফাইনালের পথ হয়তো পুরোপুরি ভাবে শেষ হয়ে যাবে, এমন সমীকরণ নিয়ে মাঠে নেমে নিউজিল্যান্ডের পক্ষ থেকে পেল ৪০২ রানের পাহাড় সমান জয়ের টার্গেট।
নিউজিল্যান্ড দল আজ আগে ব্যাট করতে নেমে ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৪০২ রান সংগ্রহ করে, জবাবে ফখর জামানের অপরাজিত শত রান ও বাবর আজমের ৬৬ রানের উপর ভর করে পাকিস্তান দল ২৫.১ ওভারে ১ উইকেট হারিয়ে ২০২ রান সংগ্রহ করে। এরপরই দ্বিতীয়বারের মতো বৃষ্টি নামলে পাকিস্তান দলকে ২১ রানে বিজয়ী ঘোষণা করে আম্পায়ারা। এ জয়ের ফলে পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার পথটা আরো পরিষ্কার হয়ে গেল। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের জয়ে আনন্দ উল্যাস প্রকাশ করতে দেখা গিয়েছে বাংলাদেশের ক্রিকেট পাগল সমর্থকদের।