
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: বাংলাদেশে বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ এবং ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট জোসেপ বোরেল। একইসাথে সব পক্ষকে সহিংসতা পরিহার করার আহ্বানও জানিয়েছেন তিনি।
গতকাল রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে (এক্সে-সাবেক টুইটারে) তিনি লিখেছেন,‘বাংলাদেশে আট হাজারেরও বেশি বিরোধী দলীয় নেতাকর্মীকে গ্রেফতারের ঘটনায় উদ্বিগ্ন। সব ক্ষেত্রেই ন্যায়বিচার হওয়া উচিত বলে মনে করছেন ইইউ) এবং ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ প্রতিনিধি সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানান।