
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: দ*খল*দার ইহুদিবাদী ইসরাইলি সামরিক বাহিনীর বোমার আঘাতে ক্ষতবিক্ষত নিরীহ এক ফিলিস্তিনির লাশ খাচ্ছে বেওয়ারিশ এক ক্ষুধার্ত কুকুর। এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হলে, দ*খল*দার ইসরাইলের প্রতি মানুষকে চরম ঘৃ*ণা প্রকাশ করতে দেখা গিয়েছে, অনেকেই বলছে ইহুদী ইস*রা*ইলি বাহিনী হলো পৃথিবীর ইতিহাসে এক ভ*য়ংকর নি*কৃ*ষ্ট*ত*ম জাতী। যারা ফিলিস্তিনের হাসপাতাল ও আশ্রয় কেন্দ্রের মধ্যেও বোমা মারছে, অনেকেই ইসরাইলের ধ্বং*স*ও কামনা করছে। এবং ফিলিস্তিনিদের উপর ইসরাইলের এ দখলদারিত্ব বন্ধে বিশ্ব মুসলিম দেশগুলোকে কার্যত ব্যাবস্থা গ্ৰহনের আহ্ববান জানিয়েছে।