
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: আজ রোববার (২৭ নভেম্বর) বেলা বারোটার দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের বাসভবনে যান বাংলাদেশ দলের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খান। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনা চলে তাদের দুজনের মধ্যে। এরপর তামিম ইকবাল বের হয়ে গেলে বোর্ড সভাপতি পাপন সাংবাদিকদের মনের কৌতূহল মেটানোর জন্য কথা বলেছেন।
তবে তামিম ইকবাল কী বলেছেন, সেই ব্যাপারে স্পষ্ট করে কিছুই জানাননি। বরং নিজের ভবিষ্যতের ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। বলেছেন খুব বেশিদিন তিনি আর ক্রিকেট বোর্ড প্রধানের দায়িত্ব পালন করতে চান না, এ সময় তিনি বলেন’আমি আর বেশি দিন নেই।’
এসময় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি তার থাকা না থাকার ব্যাপারে জানিয়েছেন যে, (বিপিএলের পর)। আমি আর বেশি দিন নেই। এরপর এক বছর আছেন। তবে যাওয়ার আগে নিশ্চিতভাবে আমি টিমটাকে ঠিক করে দিয়ে যাব, মানে যা যা করা দরকার করে যাব। সেটা ঠিক হবে কি না, আমি জানি না।’ তবে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানিয়েছেন।