
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৫ মিনিটে এই ভূমিকম্প হয়। প্রাথমিকভাবে ৫.৫ মাত্রার এই ভূমিকম্পে কোন রকম ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও পর্যন্ত জানা যায়নি।
এদিকে মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫। এর উৎপত্তিস্থল লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা থেকে ৫.৫ থেকে ৮.৫ কিলোমিটারের মধ্যে ছিল।
চলতি ২০২৩ বছরে বাংলাদেশে এখন পর্যন্ত ১০টি হালকা ও মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়ে। এতে কোনরকম হতাহত বা ক্ষয়ক্ষতির তেমন কোন খবর পাওয়া যায়নি। তবে বাংলাদেশে ঘন ঘন ভূ-পৃষ্ঠ কেঁপে উঠায় বড় ধরনের ভূমিকম্পের আভাস পাচ্ছেন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।