
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: বাংলাদেশের বন্ধু দেশ ভারত হঠাৎ করেই পেঁয়াজের রপ্তানি বন্ধের ঘোষণা দেয়ার পরই বাংলাদেশের কিছু অসাধু ব্যবসায়ীর অসুস্থ মানসিকতার কারণে এক লাফে আকাশে উঠে যায় গুরুত্বপূর্ণ পন্য পেঁয়াজের দাম।
দেশের বাজারে হঠাৎ করেই বেড়ে যাওয়া পেঁয়াজের দাম এক সপ্তাহের মধ্যে কমে যাবে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
তিনি বলেন, এক সপ্তাহের মধ্যে দেশি পেঁয়াজে বাজার ছেয়ে গেলে অবশ্যই পেঁয়াজের দাম কমে যাবে।
গত শুক্রবার হঠাৎ করেই পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করে দেয় ভারত। এই খবরেই ঘণ্টায় ঘণ্টায় বাড়তে থাকে নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটির দাম। ৪৮ ঘণ্টার ব্যবধানে পাইকারিতেই পেঁয়াজের দাম বেড়ে যায় কেজিতে ১৪০ টাকার বেশি। ফলে খুচরায় রোববার বেশিরভাগ দোকানে আড়াইশ’ টাকা কেজিতে বিক্রি হয় পেঁয়াজ। কোথাও কোথাও ২৮০ টাকাতে বিক্রি হয় পেঁয়াজ।
তবে অসাধু এসব অসুস্থ মানসিকতার ব্যবসায়ীদের বিরুদ্ধে মাঠে নেমেছে মাঠে আছে আইনশৃঙ্খলা বাহিনী। এবং জায়গায় জরিমানাও করছে।