
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: এ বছর সৌদি আরবে পবিত্র মক্কা শরীফে প্রথম ১৫ দিনে ৮০ লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসলিম পবিত্র ওমরাহ পালন করেছেন।
পবিত্র মাস রমজানে সারা বিশ্ব থেকে পুণ্যার্থীরা মক্কা ও মদিনায় এসে জমায়েত হয়েছেন। এ বছরের পবিত্র রমজান মাসের প্রথম ১৫ দিনে ৮০ লাখেরও বেশি মানুষ ওমরাহ পালন করেছেন বলে জানিয়েছে সৌদি আরবের ধর্মমন্ত্রণালয় কর্তৃপক্ষ।
বুধবার (২৭ মার্চ) সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সৌদি গণমাধ্যম আল আরাবিয়া।
মন্ত্রণালয় জানিয়েছে, মোট ৮২ লাখ ৩৫ হাজার ৬৮০ জন মুসুল্লি চলতি মৌসুমে ওমরাহ পালন করেছেন।