
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: মরুভূমির দেশ সৌদি আরবে এবার পবিত্র হজ পালন করতে গিয়ে কমপক্ষে ১ হাজার ৩০১ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় কতৃপক্ষ।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল-জালাজেল বলেছেন, এ বছর পবিত্র হজ মৌসুমে মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে ৮৩ শতাংশই ছিলেন অনিবন্ধিত। তাঁরা পর্যাপ্ত আশ্রয় বা আরাম ছাড়াই সরাসরি তীব্র রোদের মধ্যে দীর্ঘ পথ হেঁটেছিলেন। ফলে পানি শূন্যতা ও হিট স্ট্রোকের কারণে তাদের মৃত্যু হয়েছে।