
স্পোর্টস ডেস্ক: হুসাইন আল আজাদ। ( আওয়ার টাইমস নিউজ)
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে শ্বাসরুদ্ধকরূ ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো বিশ্ব ক্রিকেটের চ্যাম্পিয়নের মুকুট পড়তে ৬ উইকেট হাতে রেখে ২৪ বলে মাত্র ২৬ রানের সহজ হিসাব মিলাতে পারেনি পুরনো দিনের সেই চোকার খ্যাত দল আফ্রিকানরা।
রোমাঞ্চকর বিশ্বকাপের ফাইনালের মঞ্চে এমন একটি সহজ সমীকরণ নিয়ে দক্ষিণ আফ্রিকা হেরে যাবে এটা হয়তো ভারতীয় ক্রিকেটাররাও কল্পনাও করেনি। অবিশ্বাস্য এবং প্রায় অসম্ভব একটি জয় চোকার খ্যাত দক্ষিণ আফ্রিকা দল থেকে চিনিয়ে নিয়ে আসলো ভারতীয় ক্রিকেটাররা! অবিশ্বাস্য! অবিশ্বাস্য! অবিশ্বাস্য! অভিনন্দন ভারতীয় টিম। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য অনুযায়ী আজকের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ভারতীয় সমর্থকরা ছাড়া ৯৫ % বিশ্ব ক্রিকেটের সমর্থকরা দক্ষিণ আফ্রিকাকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চেয়েছে। যেমনটা চেয়েলাম আমিও তবে দুর্ভাগ্য যেখানে বাংলার ক্রিকেটাররা আমাদের হাসাতে পারেনা, সেখানে চোকার খ্যাত দক্ষিণ আফ্রিকা কিভাবে আমাদের হাসাবে?! সমবেদনা দক্ষিণ আফ্রিকা