
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে স্বৈরাচার খ্যাত সাবেক হাসিনা সরকার। হাসিনার পতনের পর থেকেই সাবেক বন্ধু দেশ ভারত ক্রমেই বাংলাদেশের চিরশত্রু দেশে রুপান্তরিত হচ্ছে।
এর বাস্তব উদাহরণ হচ্ছে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্। তিনি বাংলাদেশীদের উদ্দেশ্য নতুন করে হুংকার দিয়ে বলেছেন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে শায়েস্তা করা হবে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় পরিবর্তন যাত্রার উদ্বোধন উপলক্ষে একটি সমাবেশে বক্তব্যকালে তিনি এসব কথা
অমিত শাহ আরো বলেন, আমি আপনাদের সবাইকে ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠনের আবেদন জানাতে চাই। আমরা প্রতিটি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে উল্টো ঝুলিয়ে সোজা করব। আমি ঝাড়খণ্ড হাইকোর্টকে ধন্যবাদ জানাতে চাই যে, এটি বাংলাদেশ থেকে অনুপ্রবেশের বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে এবং কেন্দ্র শিগগিরিই এই তদন্তে ঝাড়খণ্ড সরকারের সহায়তায় একটি কমিটি গঠন করবে।