
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের ভূখণ্ডে ইসরায়েলি সামরিক বাহিনী বিমান হামলা চালিয়ে নারী ও শিশুসহ কমপক্ষে ২৭৪ জন লেবানিজ নাগরিককে হত্যা করেছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভ’য়ংকর নি’কৃষ্ট দ’খ’লদার ই’হুদী জাতি ই’সরাইল। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফাইরাস আবিয়াদ এই তথ্য আন্তর্জাতিক গণমাধ্যমে নিশ্চিত করে জানান।
আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) ইসরায়েলি বাহিনী লেবাননের সাধারণ নাগরিকদের বসতবাড়ি, স্বাস্থ্যকেন্দ্র, অ্যাম্বুলেন্স ও গাড়িতে হামলা করে। এ ছাড়া পালিয়ে যাওয়া মানুষদের ওপরও হামলা চালিয়েছে নি’কৃ’ষ্ট এ ভ’য়ংকর ই’হু’দী জাতি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, নিহতদের মধ্যে ২১ জন শিশু ও ৩৯ জন নারী। এ ছাড়া দুজন স্বাস্থ্যকর্মী রয়েছেন। আহত হয়েছেন ১ হাজারের বেশি। সোমবার সকালে দক্ষিণ লেবাননের বিভিন্ন শহর ও গ্রামে এই হামলা চালানো হয়।