
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ জিবুতির সমুদ্র উপকূলে অভিবাসীবাহী দুটি নৌকা ডুবে অন্তত ৪৫ জন অভিবাসী প্রত্যাশী মারা গিয়েছেন৷ জাতিসংঘের অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইওএম এ তথ্য নিশ্চিত করেছে।
ভয়াবহ ওই নৌকাডুবির ঘটনায় এখনও পর্যন্ত অনেকেই নিখোঁজ রয়েছেন৷ ৩০ সেপ্টেম্বর জিবুতির উত্তর-পশ্চিম দিকে খোর আঙ্গার অঞ্চলের সৈকত থেকে প্রায় ১৫০ মিটার দূরে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে জিবুতির কোস্টগার্ড কতৃপক্ষ।
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) জানিয়েছে, মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেন থেকে দুইটি নৌকায় ৩১০ জন অভিবাসী রওনা হয়েছিলেন৷
মাইক্রো ব্লগিং সাইট এক্স-এ দেয়া এক পোস্টে আইওএম বলেছে, এখন পর্যন্ত ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে৷ অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টায় সংস্থাটি কাজ করছে বলেও জানানো হয়েছে৷
এদিকে জিবুতির কোস্টগার্ড জানায়, নৌকাডুবির পরপরই ফরাসি নৌবাহিনীর সহায়তায় যৌথ উদ্ধার অভিযান শুরু করা হয়৷ এতে এ পর্যন্ত ১১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে৷