
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: স্বাগতিক ভারতের বিপক্ষে ৩ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় ভবিষ্যৎ তারকা জুনিয়র বিধ্বংসী ক্রিকেটারদের সামনে অসহায় আত্মসমর্পণ করলো বাংলার মধ্যম বুড়ো টাইগাররা।
আজ বাংলাদেশের বিপক্ষে দু’জন জুনিয়র ক্রিকেটার কে অভিষেক ঘটিয়ে লিটন কুমার দাস, মাহমুদুল্লাদের ফুঁ দিয়ে উড়িয়ে ৭ উইকেটের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করে টি-টোয়েন্টি সিরেজে ১-০ তে এগিয়ে গেল গৌতম গম্ভীরের ভারতীয় দল।
বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থকরা আজও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভীষণ বিরক্ত প্রকাশ করে বলেছেন, সেই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে টানা বাজে পারফরম্যান্স করা লিটন কুমার দাসরা কিভাবে দলে সুযোগ পায়, এবং বয়স এবং ফিটনেসের কারণে অনেকেই মাহমুদুল্লাহ্ রিয়াদকে দলে আর চাচ্ছেন না। পাশাপাশি বাজে বোলিং করা তাসকিনের পরিবর্তে আগামী ম্যাচে পেসার সাকিবকে মূল স্কোয়াডে চান সমর্থকরা।