
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: দ’খলদার নি’কৃ’ষ্ট হা’য়ে’না ই’হু’দী জা’তি ইসরায়েলি আগ্রাসনের বর্ষপূর্তির মুহূর্তেই গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়ার একটি শরণার্থী শিবিরে ভয়াবহ হামলার চালিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ)
কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের একটি সংবাদ প্রতিবেদনে জানিয়েছে, রোববার (৬ অক্টোবর) ভয়াবহ এ হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ১৭ নি’রীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এ নিয়ে এক বছরে তৃতীয়বারের মতো জাবালিয়ায় স্থল অভিযানের নামের ভয়াবহ হামলা চালালো দ’খলদার ই’সরায়েলি বাহিনী। এসময় দ্রুত এলাকাটি খালি করার নির্দেশ দেয়া হয় বাসিন্দাদের। প্রয়োজনীয় সময় না দিয়েই শুরু হয় রাতভর বিমান হামলা। ইসরায়েলের দাবি, সন্ত্রাসী গোষ্ঠীর আস্তানা রয়েছে জাবালিয়ায়। তাদেরকে লক্ষ্য করেই চালানো হয় এই হামলা।