
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: গতকাল সোমবার ৭ অক্টোবর পার হয়েছে ফিলিস্তিনের গাজা যুদ্ধের এক বছর। এই দিনটিকে মাথায় রেখে অনেকটা বর্ষপূর্তি উদযাপন মনোভাব নিয়ে নি’কৃ’ষ্ট দ’খলদার ইসরায়েলি শহর হাইফার প্রধান ভূমধ্যসাগরীয় বন্দর লক্ষ্য করে প্রায় ১৩৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস যুদ্ধারা। সোমবার (৭ অক্টোবর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।
ওই প্রতিবেদনটিতে বলা হয়েছে, হাইফার বিভিন্ন অবৈধ বসতি ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে স্থানীয় সময় সোমবার বিকেল ৫টা পর্যন্ত প্রায় ১৩৫ ক্ষেপণাস্ত্র হামলা চালায় মধ্যপ্রাচ্যের শক্তিশালী এ সশস্ত্র সংগঠন দুটি।