
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের জম্মু-কাশ্মীরের গান্দেরবাল জেলায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন চিকিৎসকসহ ৬ জন নির্মাণশ্রমিক নিহত হয়েছে।
এ হামলার ঘটনায় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (২০ অক্টোবর) রাতে সন্ত্রাসীরা একটি বেসরকারি কোম্পানির ক্যাম্প হাউজিং কর্মীদের ওপর অতর্কিত গুলি চালায়। ইতোমধ্যে ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ ও সেনাবাহিনী। সেইসঙ্গে সন্ত্রাসীদের ধরতে অভিযান শুরু হয়েছে।