
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে প্রথমে ব্যাটিং করতে নেমে আফ্রিকান পেসার রাবাধার বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১০৬ রানেই অলআউট হয়েছিল বাংলাদেশ দল।
প্রথম ইনিংসে বাংলাদেশ দলের দেওয়া ১০৬ রানের জবাবে ব্যাট নেমে ৬ উইকেট হারিয়ে ১৪০ রান তুলে দিন শেষ করেছে সফরকারীরা। বলা যায় টাইগারদের প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতার পর বোলিংয়ে ১৪০ রানে দক্ষিণ আফ্রিকার ছয় উইকেট তুলে নেওয়াই বাজে অবস্থা দেখে কিছুটা স্বস্তির বাংলাদেশ দলের জন্য।
আজ ৩৪ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নেমেছে দক্ষিণ আফ্রিকা দল। যত দ্রুত সম্ভব দক্ষিণ আফ্রিকা দলকে অলআউট করতে হবে। দক্ষিণ আফ্রিকা দল ১০০ রানের ওপর লিড পেয় গেলে বাংলাদেশ দলের জন্য এ টেস্ট বাঁচানো মহা কঠিন হয়ে পড়বে।