
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ যোদ্ধাদের রকেট হামলায় ইসরায়েল-লেবানন সীমান্তে ৪ জন থাই নাগরিক মারা গিয়েছেন ।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এই হামলা চালানো হয়। এক প্রতিবেদনে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
ওই প্রতিবেদনে বলা হয়, থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো নিশ্চিত করা হয়। মারিস সাঙ্গিয়ামপঙ্গসা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, ‘গতকাল বৃহস্পতিবার (১ নভেম্বর ) মিটিউলা শহরের কাছে প্রাণহানির ঘটনায় তিনি ‘গভীরভাবে উদ্বিগ্ন।
তিনি আরও বলেছেন, হামলায় অপর এক থাই নাগরিক আহত হয়েছে। মিটিউলার আঞ্চলিক কাউন্সিল প্রধান জানিয়েছেন, লেবানন থেকে রকেট হামলায় ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন স্থানীয় কৃষক এবং অপর ৪ জন বিদেশি শ্রমিক।