
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে একটি বিশেষ নিলাম, যেখানে বাজপাখির কেনা-বেচায় চোখ কপালে তোলার মতো মূল্য উঠেছে। সৌদি ফেলকন ক্লাব প্রতি বছর এই নিলামের আয়োজন করে, যা এবার ৪৫ দিন ধরে চলেছে।
আরব নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, এই ইভেন্টে বাজপাখির মোট বিক্রি দাঁড়িয়েছে প্রায় ১.৬ মিলিয়ন ডলার। নিলামের জন্য ৩০টি সাইট থেকে ৫০টি বাজপাখি আনা হয়, এবং অংশগ্রহণকারীরা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেও নিলামে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছিলেন।
মেলার ষষ্ঠ রাতে অনুষ্ঠিত একটি নিলামে এক বাজপাখির দর উঠেছে সর্বোচ্চ ৪ লাখ সৌদি রিয়াল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ১২ লাখ টাকা।
নিলামের শেষ রাতে তিনটি বাজপাখি সম্মিলিতভাবে বিক্রি হয় ৩ লাখ ৬৭ হাজার সৌদি রিয়ালে। এর মধ্যে একটি পাখির দাম ছিল ২ লাখ ১ হাজার সৌদি রিয়াল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৪ লাখ টাকার সমান।
বাজপাখির প্রতি সৌদি আরবে এমন ব্যাপক আগ্রহ ও উচ্চমূল্য সৌদি সংস্কৃতিতে এই পাখির গুরুত্বকে তুলে ধরে।