
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতির মধ্যে লেবাননে আবারো হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, যা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই সংঘটিত হয়। সোমবার (২ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, এ হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন, এর মধ্যে একজন লেবাননের রাষ্ট্রীয় নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন।
গত সপ্তাহে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও, লেবানন অভিযোগ করেছে যে ইসরায়েল তা লঙ্ঘন করছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার ইসরায়েলি বিমান হামলায় দুইজন নিহত হয়েছেন। এর প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ পাল্টা হামলা চালায়, যার পর ইসরায়েল ফের সিরিজ বিমান হামলা চালায়। এই হামলায় অন্তত আরও ৯ জন নিহত হয়েছেন। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলি বাহিনী বুধবার থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং তাদের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক হামলা চালানো হয়েছে। গোষ্ঠীটির দাবি, লেবাননের আকাশসীমায় ড্রোন ও জেট উড়িয়ে এবং দক্ষিণে বেসামরিকদের ওপর গুলি চালিয়ে ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করেছে।
এদিকে, লেবাননের রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা জানিয়েছে, সোমবার দক্ষিণাঞ্চলীয় জেলা নাবাতিতে ইসরায়েলি রকেট হামলায় তাদের কর্মকর্তা মাহদি খেরিস নিহত হয়েছেন।
সূত্রঃ আলজাজিরা